লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী নামক স্থানে জনৈক মমিন হাজীর দ্বীপ ধরলা নদীর উন্মুক্ত স্থান হইতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অভিযোগে ৭জনকে আসামী করেছে পাটগ্রাম থানা পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) পাটগ্রাম থানা পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ধরলা নদীতে চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা মৌজাস্থ কইল্ল্যাটারী নামক স্থানে জনৈক মমিন হাজীর দ্বীপ ধরলা নদীর উন্মুক্ত স্থান হইতে বিপননের উদ্দেশ্যে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছিল। ঘটনাস্থল থেকে বালু ও পাথর উত্তোলনের সময় চায়না শ্যালো মেশিন, রিং পাইপ, ডেলি ভেরি পাইপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ সঙ্গে সংশ্লিষ্ট ৭জনের বিরুদ্ধে ১৫ (১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০; বিপননের উদ্দেশ্যে উন্মুক্ত স্থান হইতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করার অপরাধে মামলা করা হয়।
উক্ত মামলার আসামীরা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোঃ রাজু মিয়া (৩০), মোঃ শ্যামল মিয়া (২৮), মোঃ রবিউল ইসলাম (৩৫), মোঃ নুর ইসলাম (৩০), মোঃ ভূট্টু মিয়া (৩৮), মোঃ শাহিন মিয়া (৩০)সহ অজ্ঞাতনামা ৮/১০জন।
উল্লেখ্য যে, পাটগ্রাম থানার মামলা নং-১৪, তারিখ-২৬/০১/২০২৫ইং ধারা ১৫(১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ রুজু করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.