লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখা সুরঙ্গ করে ডাকাতির চেষ্টা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ব্যাংক এলাকা ঘিরে রেখেছে। আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত এগারোটার দিকে ব্যাংকের পিছন দিক থেকে সিঁধ কাটা হয়। ঘটনাস্থলে সেনা ও পুলিশ উপস্থিত হয়েছে। ব্যাংকের লোকই পুলিশকে খবর দিয়েছে। স্থানীয় জনসাধারণের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই।
সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখার ব্যবস্থাপক রাজু মিয়া বলেন, রাত ১০টার দিকে আমরা ডাকাতির চেষ্টা টের পাই। আমরাই আইন শৃঙ্খলা বাহিনীকে খরব দিয়েছি। আর্থিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য যে, সোনালী ব্যাংক পিএলসি বড়বাড়ী শাখাটি লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলেজ রোডে অবস্থিত।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.