বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বিপরীতে ভারতের কুচবিহার জেলার অভ্যন্তরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় ১১৩০ ঘটিকা হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত এ বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাব্বির আহম্মেদ এবং ভারতের পক্ষে কুচবিহার সেক্টরের ডিআইজি গুরজান্ট সিং ধাওয়াল নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও উক্ত বৈঠকে বিজিবি'র লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এবং কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক এবং বিএসএফ এর ১৪, ৯০, ১৩৮ এবং ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত হত্যা শুন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়। এছাড়াও সীমান্তে নারী ও শিশু, মাদক পাচার এবং চোরাচালান রোধে যৌথ টহল জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সীমান্তের শুন্য লাইন হতে ১৫০গজের ভিতরে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার ব্যাপারে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী অংগীকার ব্যক্ত করেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠক উভয় দেশের প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.