লালমনিরহাটের প্রসিদ্ধ দীঘির নাম চিনির দীঘি। এ চিনির দীঘি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৫নং হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী মৌজায় অবস্থিত।
অতীতে এ চিনির দীঘির পানির স্বাদ স্বাভাবিকের তুলনায় মিষ্টি ছিল বলে শোনা যায়।
ব্রিটিশ আমলে এ দীঘি চিনির পাথারের জঙ্গল দ্বারা বেষ্টিত ছিল। এর পাড়ে তিতির পাখি বিচরণ করতো, বাঘও ছিল বলে উল্লেখ পাওয়া যায়।
তিতির পাখির কারণে সে সময় সুদূর ইংল্যান্ডের সৌখিন শিকারীদের কাছে চিনির দীঘি ও চিনির পাথারের জঙ্গল সুপরিচিত ছিল।
আর এখনও প্রতিদিন বিভিন্ন স্থান থেকে অনেক লোকজনকে ঘুরে দেখার উদ্দেশ্যে এখানে আসতে দেখা যায়।
লালমনিরহাট জেলা সদর হতে সড়ক পথে গাড়ী কিংবা রিকসা নিয়ে এ চিনির দীঘির পাড়ে যাওয়া যায়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.