আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের একটি এনজিও'র হলরুমে আজ বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় দিনে মতো নারী ও মেয়েদের অধিকার এবং আন্তর্জাতিক আইন মান বিষয়ে অধিকার সুরক্ষাকারীদের প্রশিক্ষণ হয়েছে।
একটি বিদেশী সংস্থার অর্থায়নে জাতীয় ও আঞ্চলিক দুটি সংস্থার যৌথ বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক, মিডিয়া গেটকিপার্স, সিভিল সোসাইটি প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে। এ প্রশিক্ষণ আগামীকাল ১৭ জুলাই শেষ হবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক ও মানবাধিকার কর্মী রেখা সাহা। এ সময় ফিল্ড কো-অডিনেটর মাছুমা ইউসুফ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডিও) এবং বাংলাদেশ প্রেক্ষিত, নারীর প্রতি বৈষম্য: কনভেনশন এবং কমিটি, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১, নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আলোচ্য বিষয়বস্তুর উপর উক্ত প্রশিক্ষণে আলোচনা করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.