শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় ফুটেছে দৃষ্টিনন্দন ফুল বাগান বিলাস! লালমনিরহাটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ! লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে শিক্ষক ইসলামে শিশুর অধিকার লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এর মাঠ পরিদর্শন! লালমনিরহাটে বিলুপ্তির পথে মৌমাছি ও মৌচাক!
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার!

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার!

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।

 

ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১২ মে) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এ দিন স্বতন্ত্র ইন্দ্রানী ভট্টাচার্য্য প্রার্থিতা প্রত্যাহার করেন বলে লালমনিরহাট জেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন।

 

লালমনিরহাট সদর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং এর রিটার্নিং অফিসার বরাবরে ইন্দ্রানী ভট্টাচার্য্য স্বাক্ষরিত লিখিত আবেদনপত্রে উল্লেখ করেন, “আমি নিম্নস্বাক্ষরকারী একজন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়‍্যারম্যান পদপ্রার্থী। আমি পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায় ও স্ব-জ্ঞানে সুস্থ্য মস্তিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করিলাম। অতএব বিধায় প্রার্থনা এই যে, আমাকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে বাধিত করিবেন।”

 

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রোববার (৫ মে) মনোনয়নপত্র বাছাইয়ে ২জনের প্রার্থিতা বৈধতা পায়।

 

এ উপজেলা থেকে সর্বশেষ চূড়ান্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালিকায় রয়েছেন ১জন। তিনি হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম।

 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লালমনিরহাট ও রিটার্নিং অফিসার মোছাঃ আফরোজা খাতুন জানান, আজ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্ত তালিকায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী রয়েছেন।

 

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- মোঃ ইকবাল হোসেন (মামুন), মোঃ কামরুজ্জামান সুজন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- মোঃ হেলাল হোসেন, শ্রী হৃদয় চন্দ্র বর্মন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ এরশাদুল করিম, মোঃ শিপ্লু হোসেন, মোঃ আশরাফ আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হলেন- লতিফা বেগম।

 

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৫হাজার ৫শত ৭২জন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ সোমবার (১৩ মে) আর ভোটগ্রহণ হবে বুধবার (২৯ মে)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone