শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিলুপ্তির পথে মৌমাছি ও মৌচাক! লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কগণের সফর উপলক্ষ্যে- সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাদিই জানেনা ঢাকার ঘটনায় লালমনিরহাটের সাংবাদিক আসামি; বাদি ও সাক্ষির দুঃখ প্রকাশ! লালমনিরহাটে আমন চাষাবাদে বাম্পার ফলনের আশা কৃষকদের! স্বাধীনতার ৫৩বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে হয়নি সেতু! লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন লালমনিরহাটের চাষিরা! ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; মুছলেকা দিয়ে ছাড়া পেলো যুবক! বিজিবি ও ছাত্রজনতা স্বেচ্ছাশ্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্ত রাস্তা মেরামত!
লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম, হাতীবান্ধা) উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৮জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ১০জন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন মনোনয়নপত্র দাখিল করেছে। এ নির্বাচন দলীয়ভাবে না হলেও জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একাধিক প্রার্থী রয়েছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ রেজাউল করিম, মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন, মোঃ রুহুল আমীন বাবুল। পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আবদুল্লা-আল মামুন। পাটগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ লতিফা আক্তার, মির্জা সাইরী তানিয়া, রেজওয়ানা পারভীন।

 

হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোঃ হাবিবুর রহমান সাতা, মশিউর রহমান মামুন, মোঃ লিয়াকত হোসেন, শাহানা ফেরদৌসী, মোঃ মজিবুল আলম। হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- আলা উদ্দিন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, এএসএম শামসুজ্জামান, বাপ্পী শোয়েব আহমেদ, মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী, দুলাল চন্দ্র বর্মন। হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীগণ হলেন- মোছাঃ শারমিন সুলতানা সাথী, মোছাঃ মাকতুফা রহমান, মোছাঃ নাছরিন বেগম।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ লুৎফর কবীর সরকার বলেন, তফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, পরদিন ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের লালমনিরহাটের ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এবারই প্রথম সব প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone