রাজধানী ঢাকার পল্টন থানায় করা একটি প্রতারণা মামলায় লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিম হায়দার (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সেলিম হায়দার ওই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (২ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাজধানী ঢাকার পল্টন থানায় ফিরোজ আহমেদ নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নেতা সেলিম হায়দারের বিরুদ্ধে ৪২০/৪০৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন তিনি। পরে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। আর সেই ওয়ারেন্টমূলে থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পল্টন থানায় সি,আর ১০৮৩/২০ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.