শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে আসন্ন শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় ফুটেছে দৃষ্টিনন্দন ফুল বাগান বিলাস! লালমনিরহাটে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র‍্যালি বাস্তবায়নে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত লালমনিরহাটে রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ! লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে শিক্ষক ইসলামে শিশুর অধিকার লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এর মাঠ পরিদর্শন! লালমনিরহাটে বিলুপ্তির পথে মৌমাছি ও মৌচাক!
লালমনিরহাটে ভাইস চেয়ারম্যান হলে গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবে হেলাল হোসেন কবির

লালমনিরহাটে ভাইস চেয়ারম্যান হলে গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবে হেলাল হোসেন কবির

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির।

 

এ বিষয়ে হেলাল হোসেন কবির বলেন, সৃজনশীল কাজের মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলা পরিষদকে সাজাতে ও সাধারণ মানুষের সঠিক সেবার ফিরে দিতে কাজ করবো, সেই সাথে এই এলাকায় সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া যাতে ছড়িয়ে পড়ে সেই জন্য জনগণের মতামত নিয়ে কর্তৃপক্ষের সাথে জোড়ালো ভূমিকা পালন করে যাবো। বিশেষ করে লালমনিরহাট উন্নয়নের ১২দফা দাবি বাস্তবায়নের আন্দোলনের যে দাবিগুলোর আদায় হয়নি তার জন্য কর্তৃপক্ষের সাথে জোড়ালো ভূমিকা রাখার চেষ্টা করবো।

 

তিনি  দলমত নির্বিশেষে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে আরও বলেন, এখানে বেকারদের কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরে লালমনিরহাটের গা ঘেঁষে থাকা ভারতের সীমান্ত তিস্তা ও ধরলা পাড়ের মানুষদের কথা চিন্তা করে পত্রিকায় লেখালেখিসহ বিভিন্ন সামাজিক আন্দোলন করে আসছি, লালমনিরহাট নিয়ে মনের ভিতর স্বপ্ন দেখি, মাদকসহ সকল সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করবো এবং সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখবো, জনগণের ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে চলতি গতানুগতিক ধারাকে পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ, প্রিয় ভোটারদের উদ্দশ্যে বলছি ভোট সেন্টার গিয়ে ভোট কাউকে না কাউকে তো দিতে হয় আমাকে ভোট দিয়ে জয় করলে আমি আমার মেধা ও শ্রম লালমনিরহাট সদর উপজেলাবাসীর জন্য উৎসর্গ করবো।

 

জানা যায়, হেলাল সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের সাথে জড়িত আছেন এবং বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন। তরুণ এই মানুষটি বহুদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কথা পত্রিকায় লেখনির মাধ্যমে তুলে ধরেছেন সকলের কাছে। সাধারণ মানুষের সুখ-দুঃখ নিয়ে বেশ জোড়ালো সাংবাদিকতায় মেথে থাকেন। যার কারণে কয়েকবার নিজেকেই খবরের শিরোনাম হতে হয়েছিলো। টাকার কাছে নিজের পেশাকে বিক্রি না করে প্রতিবেদন করেছেন শক্ত হাতে। এমন কিছু প্রতিবেদন প্রকাশ করায় ২০১২ সালে ১৭ ডিসেম্বর রাতে সন্ত্রাসীরা তাকে জবাই করে ফেলে রেখে যায়। মহান সৃষ্টিকর্তার রহমতে, তিনি বেঁচে গেছেন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানো যেন তার হৃদয়ে গেঁথে গেছে। বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে চলছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone