শীতের প্রকোপে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মানুষের এখন জুবুথুবু অবস্থা। গত কয়েক দিন ধরে এ মৌসুমের সর্বোচ্চ শীত পড়েছে লালমনিরহাটে। কুয়াশায় সুর্যের আলোও ঢেকে থাকছে। লালমনিরহাটের তাপমাত্রা ১৯ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেননা।
তবে হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই খেটে খাওয়া সাধারণ মানুষকে ঘরের বাইরে এসে জীবিকার সন্ধান করতে হচ্ছে। পল্লী এলাকা বিশেষ করে লালমনিরহাটের তিস্তা, ধরলা ও রত্নাইসহ ১৩টি নদ-নদীর তীরবর্তী এবং ৬৩টি চরাঞ্চলে শীতের প্রকোপ একটু বেশি। সেখানে মানুষের দুর্ভোগও অনেক বেশি।
মানুষের পাশাপাশি শীতে গবাদিপশুরও কষ্ট হচ্ছে।
অবস্থাপন্ন গৃহস্থরা তাদের গবাদিপশুর গায়ে মোটা কাপড় জড়িয়ে শীত নিবারনের ব্যবস্থা করতে পারলেও গরীব মানুষেরা সেটাও পারছেনা।
এদিকে শীত জনিত রোগব্যাধির প্রকোপ বেড়েছে। বেড়েছে ডায়রিয়া। বৃদ্ধ ও শিশুরা বেশি করে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।
ঘনকুয়াশায় লালমনিরহাটের আলু ও সরিষা ফসলের ক্ষতির আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.