-কবি স্নেহ সায়মি (কাঠমান্ডু)
অনুবাদ: বিলোক শর্মা (ডুয়ার্স, পশ্চিমবঙ্গ)
দ্যাখো পোখরা
তুমি হয়ত বলছো
উপুড় হয়ে শুয়ে রয়েছে
সেতি
নির্বস্ত্র কিনারায়
এবং
বাজার বসিয়েছে চামড়ার
তার দুধময়
রঙের জলে
সে প্রবাহিত করে
তোমার অগণিত কলঙ্ক
অতি নীরবতায়
তোমার সব আবর্জনা
গিলে ফেলে
এবং বমন করে চলে আরেক শহরে
তবে
সেরকম কিন্তু নয় পোখরা
তোমার দ্ব্যর্থ কথা
দুই রঙের জীবন
দেখতে দেখতে
ভোগ করতে করতে
ক্লান্ত
সেতি
এখন
তোমার ভন্ডামী
তোমার স্বপ্নের শহরকে
ভেতরে-ভেতরে ছিঁড়ে খাচ্ছে
তোমার অন্তর্জগতে ঝড় তুলে
প্রবাহিত হয়ে চলেছে
হুঁশিয়ার পোখরা
তোমাকে না হয় শোধরাতে হবে
নয় হঠাৎ ধসে যেতে হবে
তোমায়
বুঝতে হবে
সেতি না থাকলে
পোখরা পোখরা হতে পারেনা।
-(সেতি-পোখরা শহরের বুকে প্রবাহিত হয়ে চলা এক দুধসাদা নদী)
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.