:: জাকি ফারুকী ::
(সালাম ভাই/ বকুল ভাবীকে নিবেদিত)
উননব্বই বছর নুতন বছরের দেখা
তুমি তো পেয়েছো।
প্রার্থনা আরো কিছু সূর্যোদয়
সূর্যাস্ত জমা হোক সালাম ভাই,
বকুল ভাবীর সময়ের তিলকে আরো
আসুক সমাহার
ফুলের ফলের প্রতীক্ষার।
এই পৃথিবীর রূপ রস গন্ধ,
সব দেখে নিতে
আরো অনেক সময়ের প্রয়োজন, পথের ধারে মরুর বুকে জাকারান্ডা ফুলগুলো, কেমন হলুদ
থোকা থোকা ফুটে আছে।
শুস্ক হাওয়া থেকে শুষে নেয় জীবনদায়িনী জলীয়বাস্প।
আজ কাকিনার কবিবাড়ীর পুকুরে,
কেমন মিশেছিলো কুয়াশার প্রেম
পুকুরের জলে?
কি দারুন মাখামাখি।
কেউ কি তার পাশের সবুজ একখানি মাটির পরশের কথা ভাবে।দিন যাবে
দিন রাত যাবে, কোলাহলে, সুরের নুপুরে।
মনে রেখো একদিন এইসব জীবনের কথা বাসী হলে,
ফিরে আসবো আবার চন্দ্রালোকে,
জোৎস্নার অমোঘ আকর্ষনে,
তখন আমাদের কথা,
কার মনে রবে!
কে যে জেগে থাকে, কুয়াশায় পথের ধারে
দিনগুনবার,
বকুল ভাবী সালাম ভাইএর?
০১/ জানুয়ারী/২০২৪
দুপুর ২-৫০মিনিট
জাকি ফারুকী
জেরাল্ডটন, অস্ট্রেলিয়া।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.