লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪০মিনিটে লালমনিরহাট রেলওয়ে গণকবরে এ মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
পরে লালমনিরহাটের থানা রোডস্থ রত্নাই থিয়েটার কার্যালয়ে রত্নাই থিয়েটারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রত্নাই থিয়েটারের উপদেষ্টা সুপেন্দ্র নাথ দত্ত-এঁর সভাপতিত্বে অতিক্রমের আহবায়ক হেলাল হোসেন কবির-এঁর সঞ্চালনায় রত্নাই থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ দীপক মন্ডল, নিশিকান্ত রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহবায়ক সূফী মোহাম্মদ, সদস্য সচিব জামাল হোসেন, লালমনি থিয়েটারের সভাপতি আখতারুজ্জামান, লাল থিয়েটারের সভাপতি আব্দুল জব্বার মোল্লা, লালমনিরহাট সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন রায়, সারপুকুর যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.