লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের স্বতন্ত্র পদপ্রার্থী মোঃ জাবেদ হোসেন মনোনয়ন ফিরে পেয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) আপিল আবেদনের শুনানি শেষে মোঃ জাবেদ হোসেন এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কাগজপত্র সত্যায়িত ছাড়াই জমা দেয়াসহ কিছু তথ্যগত ত্রুটি থাকায় গত রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাবেদ হোসেন এর মনোনয়ন স্থগিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। পরে গত সোমবার (৪ ডিসেম্বর) তার মনোনয়ন বাতিল করা হয়।
স্বতন্ত্র প্রার্থী মোঃ জাবেদ হোসেন বলেন, লালমনিরহাট সদর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও প্রার্থনায় আমার মনোনয়ন নির্বাচন কমিশন হতে বৈধতা পেয়েছে।
তিনি বলেন, আমি বিশেষ করে আমার আইনজীবী ব্যারিস্টার আবু বসির শামু এবং মামা মোঃ মনির হোসেন এর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ঋণ ভাষায় প্রকাশ করা সম্ভব না। লালমনিরহাট সদর উপজেলার সকল মানুষকে পাশে নিয়ে আগামীর পথ চলতে চাই। সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.