:: জাকি ফারুকী ::
ঝরা পাতার পথ ধরে এগিয়ে যায়
ও কে জানিনা, ভীষন রহস্যময়
জগতের বীরভূমে।
এমন নৈঃশব্দ চারদিকে মন হু হু করে
অনেক অন্যরকম বন, তপোবন বলে
ভূল করে, এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে
যদি বলে যাই,
তোমাকে খুবই চাই,
পালকের বিছানায় স্বপ্নময় পৃথিবীর
রহস্যময়তায়-সাথী হবে না!
দিনমান বনের পাতায়
পাখিদের পালক খুঁজে ক্লান্ত হবো,
তুমি আর আমি।
বনভূমি তুমি সাক্ষী থেকো,
পথের ধুলো থেকে গন্ধ ভাসে
মাটি ঝরাপাতা পোকা বাতাসের শিরশির
সবাই দেখে রেখো কতোকাল কুড়ালাম
পালক- আর স্মৃতি পাখির জীবনের।
সেই পাখিরা আজ কোথায় পলাতকা!
কেউ জানিনা বলে
বিস্মৃতির সীমান্তে ফেলে রাখি
অনেক অন্যরকম আমাকে।
সময় হলোনা, চেনা হলোনা আমাকে,
হৃদয়ের দুর্বার বাসনাকে পাশে ফেলে।
২০/৮/২২ টিনটনফলস।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.