:: জাকি ফারুকী ::
এনিয়েই তো বেড়ালে ঘুরে একযুগেরও বেশী! কি লাভ করতে পারলে সজনী?
যতো মিথ্যাচার বুকের মধ্যে ধারন করেছো,
যতো শক্ত ধাতব বুকের মধ্যে নিয়ে চলাফেরা করলে,
কি অদ্ভূত নিয়তি তোমাকে বারংবার ফেলে দিলো,
অতি ধীর ঘৃণা আর জলকাদার পঙ্কিলে।
এখন সময়ের নিখিলে বছরের গোনা মাসের হিসাবে অতি ক্ষীন,
জীবনের মিথ্যার ধ্রুপদী হবে লীন,
নষ্ট গদ্যের ইতিহাসে,
হায় প্রিয়তমা নারী, র মতো ছড়িয়ে ভুবনে
অশ্রাব্য গালমন্দের বিশাল রক্ত করবী বিছানো মাঠে।
হলোনা ভালোবাসা, প্রেম, প্রাপ্তি
জগত কি করে গুটায়ে নিয়েছে
মেঘ আর জলকণা আকাশের বুক হতে!
তুমি মন্দভাগ্য নিয়ে চলে যাবে, ঘৃণা কুড়াবে শতাব্দীর ইতিহাসে বারংবার
এই ছিলো লেখা অদৃষ্টে তোমার।
২৫/৮/২৩
টিনটনফলস্, নিউজার্সি।
(কবিতাটি- নীলকন্ঠ আমাদের প্রত্যাখ্যাত নেত্রীর জন্য, যার উপায় ছিলো সভ্যতার ধারক বাহক হবার,
তা হলোনা, দুর্ভাগ্য আমাদের সবার।
নেলসন ম্যান্ডেলা একবার জন্মায় শুধু,
এই শুধু পরিতাপ হে ঈশ্বর।)
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.