হাসনা হেনা:
যখন যা বলেছো মুখ বুঝে সয়েছি,
চড় মারতে চেয়েছো গাল পেতে দিয়েছি,
বেল্ট খুলেছো পিট পেতে দিয়েছি।
ইচ্ছে মতো ঝাল মিটিয়েছো
যখন যা বলেছো তাই শুনার
সাধ্য মতো চেষ্টা করেছি।
পাসওয়ার্ড চেয়েছো তাও দিয়েছি।
আমার পাসওয়ার্ড নিয়ে রং তামাসা,
আমার আর অন্যের কথপোকথন নিয়ে
হাসা হাসি, বিক্ষুব্ধ ও আমার উপর চড়াও হওয়া, আর না.....
পেছনে আর কতো যাবো,!
এবার যে দেয়ালে পিঠ ঠেকে গেছে,
খুলে গেছে চোখের পর্দা,
চারদিক হয়ে গেছে স্পষ্ট থেকে স্পষ্টতর।
খুলে গেছে মুখ।
আর মুখ বুঝে থাকার সময় নেই
মুখে এখন বুলেটের গুলি,
আর সময় নেই পেছন ফিরে দাঁড়াবার....!
আমাকে হিংস্র হতে বাধ্য করেছো,
আর নিস্তার নেই তোমার।
যতটুকু অধিকার ঠিক ততটুকুনই খাটাবে,
তার থেকে বেশী করতে গেলেই বিপদ,
আমার মতো মেয়েদের নারী ভাববে না,
মানুষ ভাববে, এটা সবসময় মাথায় রাখবে।
নারী হয়েছি বলে মাথা কিনে নিয়েছো?
এতদিন যত করেছো অন্যায় অত্যাচার,
এখন হিসেব হবে দ্বিগুন বেশি
হাসবো আমি অট্রো হাসিতে,
দেখি কে আসবে আসুক বাঁচাতে।
আমিও তৈরি আছি বাঘিনী হয়ে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.