নিশিকান্ত রায়:
একটুখানি রোদের চোখে
চুপটি করে দেখা
একটু সবুজ একটু অবুঝ
নানান রঙে আঁকা।
ছাঁদ বাগানের টানে
স্বপ্নগুলোর মানে
মৌমাছিটার গুনগুনাগুন
আকাশটাকেও আনে।
অলস দুপুর বাজায় নুপুর
জল টুপটাপ ছাঁদে
পাতার ফাঁকে আলোর ছোঁয়া
মন পড়ে যায় ফাঁদে।
মনের কি দোষ জলের খেলা
পাড় ভাঙনের সুর
চোখ জুড়িয়ে মনের ভেতর
খেলছে সমুদ্দুর।
৩০ জুন, ২০২০ইং মঙ্গলবার,
পূর্ব থানাপাড়া, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.