শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২০ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মাজহারুল ইসলাম বিপু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি মিলন পাটোয়ারী, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌসসহ লালমনিরহাট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, চতুর্থ পর্যায়ে বরাদ্দকৃত ঘরের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ২০৯, আদিতমারী উপজেলায় ৯৭, কালীগঞ্জ উপজেলায় ২৪৮জন, হাতীবান্ধা উপজেলায় ২৬৭, পাটগ্রাম উপজেলায় ৯৩সহ মোট ৯১৪ পরিবার পূনর্বাসিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone