মাঝে মধ্যে এমন হয়,
কেন হয় জানিনা।
কথা বলতে বলতে বলে ফেলি,
আমার মৃত্যু হবে ঘুমের মধ্যে।
যে শুনবে সেই বলে, দারুন তো,
ব্যথাহীন মৃত্যু হবে তাহলে !
খুবই আনন্দের।
তারপর থেকে মনের মধ্যে সব কথারা এসে ভিড় করতে থাকে।
জীবনের অনেক কথা তো
হয়নি বলা এখনো?
আজ রাতে মৃত্যু যদি এসে বলে চলো,
আমি কি নিঃসঙ্কোচে তাঁর পিছনে অনুগামী হবো!
মৃত্যু কি কথা বলে কখনো, নাকি খুব নিঃশব্দে
এসে চলে যায়!
কি সব খেয়ালী কথাবার্তা,খুব অবাক হই
খুবই।
১৫/৩/২৩
টিনটনফলস
রাত ২-৪৮
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.