শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভূট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলনের সম্ভাবনা এমপি পুত্রের হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মনোনয়ন পত্র বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলফনামায় তথ্য গোপন করায় রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে ছাই লালমনিরহাটের ২টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সেই আলোচিত শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে! লালমনিরহাটে ডান চোখ তুলে নিয়েছে, এখন বাম চোখও উপড়ে ফেলার হুমকি দিচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটের এমপি নূরুজ্জামান আহমেদের ছেলে ও ভাই চেয়ারম্যান প্রার্থী! লালমনিরহাটে ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারী নিহত! কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সব পাথর উল্টে দেখো

::ডা. জাকিউল ইসলাম ফারুকী::
তিস্তা নদীতে তখন কোন জল নেই,
হিমালয়ের বুক ধরে নেমে আসি নদীর বুকের ভেতর
ভয় কাজ করে,
যদি উজানের ঢল নেমে আসে,
জলের শব্দতো পাবো, সেই ভরসায় হাতের পাতায় পাথরের ধার ধরে খুঁজে যাই,
কোথাও কি তার নাম লেখা পাবো।
অবাক হয়ে খুঁজে যেতে থাকি,
খুবই অবাক,
কেইস দীপিভেন হাসে, বলে চলো উঠে যাই,
এটাই হবে, কোটী কোটী পাথরের মাঝ হতে,
চ্যাপ্টা শ্যাওঁলা ধরা পাথরটা ওর চোখের ধাঁধায় পড়ে যায়।

 

পরের ক’বছর আর মনে নেই,
কেমন ছিলো সে জলস্রোত দুর্নিবার তিস্তার বুকে!সেবক এর কাছে তুলে আনা সে কঠিন পাথর
হল্যান্ডের হিলিহোম স্টেশনের এক বাড়ীর ছোট্ট বাগানে আবিস্কার করি।
এঁকে এখান পর্যন্ত আনতে পেরেছো!
রেড ওয়াইনের গ্লাশ থেকে ঠোঁটটা সরায়?
তুমি চিনতে পারলে দেখি,
তোমার স্মরনশক্তি বিষ্ময়কর।
দুজনেই হেসে উঠি।

 

তুমি হিমালয় থেকে তুলে আনা পাথর,
এখানে এনে ফেলে রেখেছো,
কেউ কি জানে এর পেছনের ইতিহাস?
কেইস দীপিভেন হেসে ওঠে।
বলেছিলাম, ইনিকা আর মারিকা কে,
ওরা আমার স্মৃতিপাঠ কে মৃত্যুর পর সন্মান দেবে,
আমার এপিটাফের এককোনায় পাথরটা সাজাবে
এর চেয়ে বেশী আর কিই বা বহন করতে পারি।

 

লাল মদ গুলো গ্লাস থেকে খুব দ্রুত কমে যেতে থাকে
আমাদের মনে হয় স্মৃতির তৃষ্ণা তখন,
দারুন ভাবে পেয়ে বসেছে।

 

“জলপাইগুড়ির তিস্তা নন্দিনীর করকমলে”

৩/৩/২৩
টিনটনফলস,
নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone