শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
“আমাদের লোকসংস্কৃতি-কথা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“আমাদের লোকসংস্কৃতি-কথা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “আমাদের লোকসংস্কৃতি-কথা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৩ মার্চ) বিকাল ৩টায় লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্ৰের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)-এঁর সভাপতিত্বে নূরিতা নূসরাত খন্দকার, মুনিম হোসেন খন্দকার প্রতীক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। রিসোর্স পার্সন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ বাকীবিল্লাহ (সাকার মুস্তফা। বক্তব্য রাখেন লোকসংস্কৃতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের আহবায়ক সূফী মোহাম্মদ প্রমুখ। লোকসংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে লেখা নির্বাচিত প্রাবন্ধিকগণের মধ্যে কবি, গল্পকার ও সংগঠক এ, এস, এম, হাবিবুর রহমান, দেলোযার হোসেন রংপুরী প্রমুখ পাঠ করেন। এ সময় লালমনি লোকউৎসব উপ-কমিটির আহবায়ক মোঃ মাসুদ রানা রাশেদ, সদস‍্য সচিব মোঃ হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone