মানিক মোহাম্মদ রাজ্জাক:
ছোট বেলাকার কথা ঢাকা থেকে দ্রুতযান ট্রেন ছুটে যেত বাহাদুরাবাদ ঘাট অভিমুখে দুপাশের গ্রামগুলো ঘূর্ণাবর্তে আবর্তিত হতে হতে হঠাৎ হারিয়ে যেত দূরের দিগন্তে নদীগুলো নাই হয়ে যেত চোখের পলকে পথিমধ্যে চলমান ট্রেন স্টেশনে দাঁড়ালে হকারের হাঁকডাকে ভেঙে যেত তন্দ্রাভাব অতঃপর যখন নদের কূলে স্থিত হতো ট্রেন অগণিত মানুষের স্রোতে সমর্পিত হয়ে দাঁড়াতাম পল্টুনের পাটাতনে স্টিমার বিলম্ব হলে উৎসুক দৃষ্টিতে চেয়ে থাকতাম দিকচিহ্নহীন অপার সমুদ্রসম ব্রহ্মপুত্র নদটির দিকে কখনোবা ছন্দবদ্ধ স্রোতের মিছিল দেখে আহ্লাদে হতাম উদ্দাম গাংচিল অপেক্ষার পর প্রথমে নজরে এসে দোলা দিত আকাশের দিকে ধাবমান ধোয়া ক্রমে ক্রমে দৃশ্যমান হতো স্টিমারের অমিত মাস্তুল অতঃপর হতো অপেক্ষার অবসান সেসব দিনের মতো এখনও অবিরত চেয়ে আছি-অপেক্ষায় আছি একটি টিকার জন্য করোনার কীর্তিনাশা টিকা কবে যে আসবে তুমি? আমার তো অপেক্ষার ক্ষণ ইতিহাস হয়ে যাবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.