বুধবার, ২২ মার্চ ২০২৩, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তুষারপাত মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সেই জাহানারা’র পরিবার মুজিববর্ষের ঘর চেয়ে আবেদন! পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ-এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লালমনিরহাট পৌর এলাকাধীন মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আলোর মনি রিপোর্ট
  • প্রকাশের তারিখ : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

ইস্টিমেট অনুযায়ী সঠিকভাবে লেপিং, নির্দিষ্ট জায়গায় লোহার রিং স্থাপন না করাসহ বেশ কয়েকটি ত্রুটি পাওয়া যায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া আফতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের কাজে।

 

প্রতিষ্ঠানটির চলমান কাজে লোহার সঠিক ব্যবহার না করার বিষয়টি ঠিকাদার এনামুল হক, পাটগ্রাম উপজেলার এসও মানিকসহ অন্যান্যদের উপস্থিতিতে ধরা পড়ে।

 

জানা যায়, প্রায় ১কোটি ২২লক্ষ টাকার বরাদ্দকৃত নতুন ভবনের ভিত্তি দাঁড় করিয়ে সিঁড়ি ও পিলার ঢালাইয়ের জন্য প্রস্তুতি চালাচ্ছিল ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এমন সময় কাকতালীয়ভাবে গণমাধ্যমের নজরে আসে অনিয়মের চিত্র।

 

সেখানে দেখা যায়, নির্দিষ্ট স্থানে লেপিং’র ব্যবহার না করা, লোহার রিং স্থাপন না করা, সিঁড়ি সংযুক্ত পিলার বাঁকাভাবে স্থাপনসহ নানা অসঙ্গতি ও অনিয়ম। এছাড়াও মানহীন পাথর, বালু ও সিমেন্টের সংমিশ্রন নিয়েও রয়েছে অভিযোগ।

 

এ সময় ঘটনাস্থলে থাকা প্রতিষ্ঠানের সহ-সভাপতি আব্দুল মজিদ জানান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তাকে জানালে তিনি এসও মানিককে পাঠিয়ে দেন। তিনি এসে পুরো কাজ আবার নতুনভাবে শুরু করেন। ঘটনাস্থলে থাকা মানিক জানান, আমরা অভিযোগের সত্যতা দেখতে পেয়ে এখন ঠিক করতে বলেছি। এটা ছাড়া ঢালাই দেয়া হবে না। তবে এরইমধ্যে দুটি পিলারের ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা সেসময় ছিলাম না ঠিকাদার জানে। কিন্তু ঠিকাদার এনামুল হকও সে সময় ছিলেন না এবং তিনি মিস্ত্রিকে ঢালাই করার কথা বলে বাইরে ছিলেন বলে অবগত করেন। এ সময় পুরো কাজে অনিয়মের বিষয়টি সম্পর্কে কোনো সদুত্তরও দিতে পারেননি এনামুল হক।

 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাহবুব উল আলম কাজে অনিয়মের সত্যতা পেয়ে এসও মানিককে পাঠিয়ে ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by RJ Ranzit
themesba-lates1749691102