প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২২, ১০:৪১ পি.এম
মানসিক ভারসাম্যহীনকে গাছে বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল; গ্রেফতার ২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী পূর্ব দৈলজোর এলাকার নুর হোসেনের পুত্র মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম (২৫) নামের একজনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্ধ-উলঙ্গ করে গাছে বেধে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হতে দেখা গেছে। মুহুর্তে ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে।
বুধবার (৯ নভেম্বরে) লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি এলাকায় ঐ পাগলকে গাছের সাথে বেঁধে পেটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২জনকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) লালমনিরহাট সদর থানা পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দুরারকুটি গ্রামের মৃত জয়মত আলীর পুত্র ইসমাইল হোসেন (৩৬), লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর গ্রামের কসিম উদ্দিন এর পুত্র মনজুরুল আলম (৪০)।
এ ঘটনায় মানষিক ভারসাম্যহীন যুবক আমিনুল ইসলামের মা মমেনা বেগম জানান, গতকাল আনুমানিক সকাল ১০টার দিকে লোকমুখে শুনতে পাই দুড়াকুটি বাজার এলাকায় লোকের দাড়িতে হাত দেওয়ার অপরাধে আমার ছেলেকে গাছে বেঁধে পেটানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, মানসিক ভারসাম্যহীন আমিনুলকে মারধরের ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.