তাসলিমা খাতুন:
সময়ের মাঝে
অসময়ের ছোয়া,
নীলাভ আকাশে উড়ছে কালো ধোয়া।
জীবন চলছে জীবনের গতিতে,
কিছু সময় ফিরে যাই সকলে
ফেলে আসা অতীতে।
সময়ের মাঝে অসময়ের আহবান,
সৎ মহৎ শব্দদ্বয় করছে
হৃদয় মাঝে কলতান।
মৃত্যর মাঝে ফিরে পাই যাতে
আবার নতুন প্রাণ।
সময়ের মাঝে সময়ের অবস্থান,
দমবন্ধ দুর্গন্ধ পরিণত হয়
অজস্র ফুলের সুঘ্রান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.